ঢাকা: বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য কবিতা রচনা করলেন ভারতের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাবেক রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ।
পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেলগুলোর রাজনৈতিক বিতর্কমূলক অনুষ্ঠানের তুখোড় বিতার্কিক ও জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ সুপ্রিয় জলপাইগুড়ির ছেলে। বাংলা ও বাঙালি নিয়ে ব্যপক আগ্রহ কলকাতার প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর।
প্রতিবেশী বাংলাদেশে চলমান কোটা আন্দোলনকর্মীদের জন্য লিখিত কবিতাটি তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। কবিতাটি হল-
আবেদন
– সুপ্রিয় চন্দ
দেশের ছাত্ররা কেউ শত্রু নয়,
ওরা আগামী।
আমাদের প্রজন্মের কেউ দুশমন নয়,
আমরাই দেশ!
আতিফ কমলা সালমা আর রনজয়দের নিয়ে ফাল্গুন।
প্রজন্মের বারুদ বুকে নিয়েই তৈরী হয় সমস্ত শ্রাবন মেঘ,
বর্ষার বজ্র বিদ্যুৎ মানচিত্র।
শ্রদ্ধেয়া সংগ্রামী নেত্রীকে আবেদন
বাংলাদেশের আষাঢ় শ্রাবণ ফাল্গুনকে অপর করে দেবেন না।










